ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যরাতে যৌথ বাহিনী-সন্ত্রাসীর গোলাগুলি, আহত বেশ কয়েকজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। যৌথ বাহিনীও গুলি করে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জনকে আটক করেছে। এসময় ৫/৬টি পিস্তল ও বিপুল সংখ্যক গুলি জব্দ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে সংবাদ পাই সন্ত্রাসীরা ঘটনাস্থলে গোপন মিটিং করছে। পরে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনীকে খবর দেয়া হয়। যৌথ বাহিনীও এসে বাড়িটি ঘেরাও করে।

তিনি আরও বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। সন্ত্রাসীরা কিছুক্ষণ পর পর গুলি করছিল। আমরাও গুলি করেছি। রাত ১২টার পর থেকে প্রায় আড়াই ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। এতে আমাদের দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১১ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদেরও হাসপাতালে নেয়া হয়েছে। বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, অন্ধকার থাকায় আমরা ওই স্থানটি এখনো ব্লক করে রেখেছি। সন্ত্রাসীরা গুলি করছিল আর অস্ত্র ও গুলি নিচে ফেলছিল। অনেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সকালে বিস্তারিত জানানো হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি