ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ করতে বাড়ীতে এসে গ্রেফতার পলাতক আ’লীগ নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেফতার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া গ্রামে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, হেদায়েতুল আলম রেজা হাটিকুমরুল হাইওয়ে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ, সলঙ্গা থানায হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে হওয়া ৩টি মামলার এজাহারভুক্ত আসামি।

স্থানীয়রা জানায়, জুলাই অভ্যুত্থানের পর থেকে হেদায়েতুল আলম রেজা পলাতক ছিলেন। ঈদের দ্বিতীয় দিন সকালে পরিবারের সাথে দেখা করার জন্য তার ভাইয়ের বাড়িতে এসেছিলেন। সংবাদ পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি