ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রবাসী সাজ্জাদ হত্যা, নিরাপত্তাহীনতায় পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৭, ৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত প্রবাসী সাজ্জাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছাঁয়া। 

এদিকে মামলা প্রত্যাহার করার জন্য সাজ্জাদের পরিবারকে প্রতিপক্ষের লোকজনের হুমকি দেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। 

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দীর্ঘ ১১ দিন চিকিৎসার পর মোঃ সাজ্জাদ হোসেন (২৫) মারা যান। নিহত সাজ্জাদ আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়ন (জাবুর বাড়ি) মোঃ খুরুশদ মিয়ার ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে সাজ্জাদ ছিলো ২য়। 

গত ২৭ মার্চ সকালে বাজার করার জন্য মা শরিফা বেগম নিহত সাজ্জাদকে পাঠান দূর্গাপুর বাজারে। সেখানে আগে থেকে উৎপেতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সাজ্জাদের উপর হামলা চালায় একই গ্রামের মোঃ আলা উদ্দিন, নাজমুল হোসেন, শান্ত মিয়া, আপেল মিয়া, মৃতঃ রহমত আলীর ছেলে পলাশ মিয়া ও আল আমিন ও তার স্ত্রী। এতে গুরুতর আহত হয় সাজ্জাদ। 

পরে ঘটনাস্থলে থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। সেখান থেকে আবার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১১ দিন আইসিওতে থাকার পর রোববার দুপুরে সাজ্জাদ মৃত্যু বরণ করেন। 

জানা যায়, হামলাকারীদের সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ চলছিল সাজ্জাদের পরিবারের। এরই জের ধরে এই হত্যাকাণ্ড। 

সোমবার সাজ্জাদের মরদেহ তার নিজ গ্রামের আনা হলে সেখানে এলাকাবাসীর ঢল নামে। বিকালে দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযায় হাজার হাজার মানুষ অংশ নেয়। পরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। 

নিহতরে বাবা ও মা জানান, যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি