ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাচারের শিকার ৬ নারী ভারত থেকে দেশে ফিরলেন 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশি নারী দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে এসব নারীকে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন- আনজু খাতুন (৩০), রাশেদা বেগম (৪৮),  ইয়াসমিন খাতুন (২৬), রোজিনা পারভিন (২৭), তাসলিমা খাতুন (৩৫) ও শারমিন আক্তার (৩০)। এরা যশোর, মাগুরা এবং সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। 

ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সংসারের অভাব মোচনের আশায় ভালো কাজের সন্ধানে এরা ভারতের গুজরাট যান। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। আদালত তাদের ৫ বছরের সাজা দেয়। 

পরে সাজা শেষে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সেফ হোমের হেফাজতে রাখে। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে বুধবার ফিরিয়ে আনা হলো।

এ ছাড়া এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে ইমিগ্রেশন পুলিশ, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদেরদের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের নিয়ে যশোর নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি