পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক, খুশি শিক্ষার্থীরা
প্রকাশিত : ১২:৫২, ১০ এপ্রিল ২০২৫

হেল্প ডেস্ক গঠন করে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহায়তা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মিরসরাই উপজেলার মিঠাছরা বিদ্যালয়ের সামনে এ সহায়তা কেন্দ্র দেখা যায়।
সরেজিমনে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করতেও দেখা যায় তাদের।
মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাসেদুল ইসলাম রাসেদ ও সদস্য সচিব আশরাফুল হক রিয়াজের তত্ত্বাবধানে এই সেবা চলমান রয়েছে।
তানজিরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘এখানে আসার পর ভুলক্রমে আমি পানির বোতল নিতে ভুলে গিয়েছিলাম। একটি হেল্প ডেস্ক থেকে সেটি সংগ্রহ করেছি। তারা বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদের সাহায্য করছেন। অচেনা একটা জায়গায় এ ধরনের সেবা পরীক্ষার্থীদের জন্য অবশ্যই উপকারি।’
শিক্ষার্থীদের সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন, ছাত্রদল নেতা জাহিদ, মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রদল নেতা এমরান হোসেন, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শাহরিয়া, মিনহাজ, রাফাত, ফয়সাল, শাহীন, হামীম, জোবায়ের, রবিনসহ ছাত্রদলের অনেক নেতাকর্মী।
এএইচ
আরও পড়ুন