ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজারে যাওয়ার পথে হামলা, ১১ দিন পর তরুণের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৬, ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূর্ববিরোধের জেরে গত ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে সাজ্জাদ নামের এক যুবকের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। আহত সাজ্জাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পরে হাসপাতালে ১১দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন সাজ্জাদ।

নিহত সাজ্জাদ আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের  গ্রামের (জাবুর বাড়ি) মোঃ খুরুশদ মিয়ার ছেলে। 

নিহত সাজ্জাদের স্বজনরা জানায়, গত ২৭ মার্চ সকালে মা শরিফা বেগম নিহত সাজ্জাদকে দূর্গাপুর বাজারে পাঠায় বাজার করার জন্য। বাজারে যাওয়ার পথে আগে থেকেই উৎপেথে থাকা  একই গ্রামের প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে। অতর্কিত হামলা সাজ্জাদ আহত হয়ে রাস্তায় পরে থাকলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায় সেখান থেকে আবার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ ১১ দিন আইসিওতে থাকার পর মৃত্যু হয় তার। 

নিহত সাজ্জাদ এর বাবা জানায়, একদিকে আমার ছেলের বেচেঁ থাকার জীবন মরণ নিয়ে আমরা দুঃশ্চিন্তায় ছিলাম অপদিকে মামলা প্রত্যাহার করার জন্য একেরপরএক হুমকি দিয়ে যাচ্ছে।  তাদের হুমকি ধামকির মাঝেই আমার ছেলেকে বাচাঁনোর জন্য প্রাণপন চেষ্টা করেও আমার ছেলেকে বাচাঁতে পারলাম না।  

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের জাবুর বাড়ীর খোরশেদ মিয়ার পরিবারের সাথে একই ইউনিয়নের আলাউদ্দিন মিয়ার গোষ্ঠির সাথে পর্ব থেকে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধ থেকেই আলাউদ্দিন এর লোকজন গত ২৭ মার্চ সকালে সাজ্জাদ এর উপর হামলা করে। দীর্ঘ ১১ দিন ঢাকা একটি বেসরকারী হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার দুপুরে মৃত্যুবরণ করেন। এ নিয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

এদিকে সাজ্জাদের মৃত্যুর খবরে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাজ্জাদের মায়ের বিলাপে আকাশ ভারি হয়ে উঠেছে।  ‘কেন বাজারে পাঠাইলাম ছেলেরে, আমার ছেলেতো আর নেই, আমার সাজ্জাদকে কে এনে দিবে, আমার সাজ্জাদ কই’- অশ্রুসিক্ত মা  বিলাপ করতে করতে বার বার জ্ঞান হারায়। 

এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বাবা খোরশেদ মিয়া।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা বিল্লাল হোসেন জানায়, হামলার পর সাজ্জাদের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। । আমরা আসামীদের ধরার অভিযান চলছে। আশাকরি খুব শিগগিরই আসামীরা ধরা পরবে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি