দারুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলন: ছাত্রদের অধিকার, স্বকীয়তা ও দুর্নীতির প্রতিবাদে ৫ দাবি
প্রকাশিত : ২১:৫৮, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:৫৯, ১১ এপ্রিল ২০২৫

মাদ্রাসায়ে দারুল উলুম, মিরপুর-৬–এর অস্থায়ী কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র ও অভিভাবকদের পক্ষ থেকে সম্প্রতি এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির স্বাধীনতা, স্বকীয়তা ও ছাত্রদের ন্যায্য অধিকার রক্ষায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং ৫ দফা দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অস্থায়ী কমিটি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যা মাদ্রাসার মৌলিক আদর্শ এবং শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। দাবি করা হয়, গত বছরের ছাত্র আন্দোলনের পর অপসারিত হওয়া দুজন শিক্ষককে পুনরায় নিয়োগ দিয়ে কমিটি পুরনো স্বৈরাচারী শাসনব্যবস্থায় ফিরতে চায়।
বক্তারা অভিযোগ করেন, এই দুই ব্যক্তির সঙ্গে পূর্বে দুর্নীতির অভিযোগ ছিল, আর বর্তমানে তাদের ফিরিয়ে আনার মাধ্যমে আর্থিক অনিয়ম পুনরায় চালু করার অপচেষ্টা চলছে। একইসাথে মাদ্রাসার ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্র ও অভিভাবকপক্ষের পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা দাবি হলো:
১. পূর্বে পদত্যাগ করা দুই ব্যক্তির পুনঃনিয়োগ বাতিল করতে হবে।
২. কমিটির পক্ষপাতদুষ্ট ও প্রতিহিংসামূলক সিদ্ধান্তগুলো স্থগিত করতে হবে।
৩. বিগত আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ‘উশৃঙ্খল’ আখ্যা দিয়ে ভর্তি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
৪. মাদ্রাসার স্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে।
৫. আর্থিক দুর্নীতি তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলো মানা না হলে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন