ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে লাইনচ্যুত ৪ বগি উদ্ধার, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ১৪ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ভোরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে সালনায় এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে ভোর ৪টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান।

তিনি বলেন, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। সবশেষ রোববার দিবাগত রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামত কাজ সম্পন্ন হয়। পরে রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পাড় হয়ে ঢাকায় প্রবেশ করে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছানো মাত্রই ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শুরু করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি