রাজশাহীতে ইটিভির রজতজয়ন্তী উৎসব পালিত
প্রকাশিত : ১৪:১৯, ১৫ এপ্রিল ২০২৫

রাষ্ট্র ও গণমানুষের কাছে দায়বদ্ধতা ভুলে না গিয়ে একুশে টেলিভিশন অবস্থান ধরে রাখবে এমন প্রত্যাশা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ্ হাসান নকীব।
তিনি বলেন, ‘‘একটি টিভি চ্যানেল হিসেবে একুশে টিভি প্রতিষ্ঠিত। মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে। এই গ্রহণযোগ্যতা, ভালোবাসা ও স্বীকৃতিকে কাজে লাগিয়ে তারা দেশের মানুষের পক্ষে থাকবে, দেশের মানুষের কথা বলবেন, দেশের কল্যাণের জন্য কাজ করবেন।’’
একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উৎসবে শুভেচ্ছা বক্তব্যে এ সব কথা বলেন উপাচার্য।
একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষে রাজশাহীর নানকিন দরবার হলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
তিনি আরও বলেন, ‘‘রাষ্ট্র ও জনগণের কাছে দায়বদ্ধতার কথা আপনারা কখনো ভুলবেন না। জনগণের পক্ষে আরও শক্তিশালী ভূমিকা পালন করবেন। একুশে টিভির আগামির পথ চলা আরও অনেক সুন্দর হবে। এটাই আমাদের প্রত্যাশী।’’
রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, মহানগরের সদস্য সচিব মামুন অর রশিদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু ইউসুব সেলিম, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ইমন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনারদেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহীর সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, রাজশাহী বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পারভেজ হোসেন প্রমুখ।
সংবাদিক ওয়ালিউর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা সাংবাদিক সংস্থার সভাপতি জাহিদ আসান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পদিক পরিতোষ কুমার আদিত্য, ব্যাংকার বদিউল আলম লিংকন, আইনজীবী মোজাম্মেল হক, মাকসুদা পাভীন শিউলি।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নানকিন দরবার হলের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ইমন।
এএইচ
আরও পড়ুন