ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাইবান্ধার সাবেক এমপি শাহ সারওয়ার কবীর দিনাজপুরে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ সারওয়ার কবীরকে গ্রেফতার করা হয়েছে। তিনি দিনাজপুরে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় বোনের বাসা ‘দীবা গার্ডেন’ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাসহ পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান শাহ সারোয়ার কবীর। গত ১ মার্চ থেকে তিনি দিনাজপুর শহরের ঈদগাহ্ আবাসিক এলাকায় এ বাসায়ই অবস্থান করছিলেন। বাড়ির মালিক তার আপন ভগ্নিপতি। গোপন সংবাদের ভিত্তিতে এ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহ সারোয়ার কবীরের নামে গাইবান্ধা থানায় দুটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শাহ সরোয়ার কবির। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি