বাবাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ছেলের
প্রকাশিত : ১১:০৯, ১৬ এপ্রিল ২০২৫

ঢাকার দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: নয়েল মোল্লা (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বড় রামনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়েল মোল্লা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বড় রামনাথপুর গ্রামের মোস্তফা মোল্লার ছেলে ও জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ওয়েল্ডিং বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নয়েল তার বোন জামাতার মোটরসাইকেল নিয়ে বাবা মোস্তফাকে আনতে রামনাথপুর বাজারে যান। তবে মোস্তফা তার ছেলে নয়েলের মোটরসাইকেলে উঠতে অনিহা প্রকাশ করে তাকে চলে যেতে বলেন।
এসময় নয়েল মোটরসাইকেলটি চালিয়ে নিজ বাড়িতে আসার সময় বড় রামনাথপুর পাকা বাইতুর রহমান জামে মসজিদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সীমানা প্রাচীরের সাথে ধাক্কা লেগে ছিটকে পরে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন।
তবে ঢাকা নেওয়ার পথেই মারা যায় নয়েল।
এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোনামনি দত্ত বলেন, আহত শিক্ষার্থীর অবস্থা খুবই মারাত্মক ছিল, এজন্য আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করি।
দোহার উপজেলা ওসি রেজাউল করিম জানান, বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন