ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজ বাড়ির সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৭, ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বসার জন্য বাঁশের মাচাল বানানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল (৪০) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে শাহজাদপুর পৌর শহরের রামবাড়ি মহল্লায় এই ঘটনা ঘটে।

নিজ বাড়ির সামনে এলাকার তারিকুল, রেজা, সাদ্দামসহ মাদক ব্যবসার সাথে জড়িত বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে এ হত্যার অভিযোগ এনেছে নিহতের পরিবার।

নিহত বিপুল ওই গ্রামের মৃত ময়েজের ছোট ছেলে। তিনি স্থানীয় যুবদলের নেতা ছাড়াও কাপড় ব্যবসায়ী ছিলেন।

নিহত বিপুলের ভাই হাজী নুরুজ্জামান জানান, স্থানীয় কয়েকজন যুবক নিহত বিপুলের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করতো। এই ঘটনা প্রতিরোধে সেখানে এলাকাবাসীর বসার জন্য সে একটি বাঁশের মাচাল তৈরি করে। এ নিয়ে মাদক ব্যবসায়ী সাদ্দাম তাকে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যায় বিপুল বাড়ির সামনে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে এলাকার সাদ্দাম, তারিকুল, রেজা, রুবেল ও রাজিবের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী তার উপরে হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়। 

পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি