ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যাক্তির নাম সিয়াম মোল্লা। তিনি উজিরপুরের সাহেবেরহাট রিপন মোল্লার ছেলে। 

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামের এক যুবককে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে ও এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যার দিকে র‍্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় স্থানীয় কিছু লোক র‍্যাবের উপর চড়াও হয়। এসময় র‍্যাব গুলি চালায়। এতে দুইজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যায়। অপর আহতকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন বলেও জানান তিনি। 

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি