ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহানবীকে নিয়ে কটূক্তি, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৩, ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার গলায় জুতার মালাও পড়ানো হয়। 

মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

আটক যুবক সাগর কুমার সাহা নগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়ায় সনাতন কুমার সাহার ছেলে।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসে ধর্মীয় বিষয় নিয়ে আলাপকালে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করে সাগর কুমার। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে। এক পর্যায়ে তাকে ধরে পিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। 

পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধ মামলা দায়ের করা হবে এবং বুধবার তাকে আদালতে চালান দেওয়া হবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি