ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন শ্রীমঙ্গলের আমিনুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন মৌলভীবাজারের  শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামের হাতে সম্মাননা পত্র এবং পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।

এ সময় বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মৌলভীবাজারসহ সিলেটের চার জেলার পুলিশ সুপারসহ সিলেট রেঞ্জের পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আমিরুল ইসলাম জানান, এ কৃতিত্ব শুধু তার একার নয়। মৌলভীবাজার পুলিশ সুপার কে এইচ এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনা ও শ্রীমঙ্গল থানার সকল অফিসার এবং পুলিশ সদস্যদের টিম ওয়ার্কের ফসল এটি।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি