হাটহাজারীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা, আহত এক
প্রকাশিত : ১৬:১৯, ২৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:২১, ২৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে বসত ঘরের সীমানা সংক্রান্ত বিরোধের জেরে শফিউল আলম (৬৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধলই ইউনিয়নের তিতাগাজীর বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার ২০ ঘন্টা পেরিয়ে গিলেও পুলিশ এখনো জড়িত কাউকে আটক করতে পারেনি।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত শফিউল আলমের ছেলে রবিউল আলম (১৫)।
স্থানীয়রা জানায়, নিহত শফিউল আলম তার সন্তানকে নিয়ে নিজ ঘরের কাজ করছে। পরে একই বাড়ির মো. সেলিম তার সন্তান সজিব উদ্দিন দেশীয় দারালো অস্ত্র (দা) দিয়ে নিহত শফিউল আলমকে ও তার সন্তান রবিউল আলমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্বজনরা আহতদের উদ্ধারকরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: সাবরিন জানান, মারামারির ঘটনায় ২ জনকে হাসপাতালে স্বজনরা নিয়ে আসে। একজন মৃত ছিলো। রবিউল আলম নামের অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাটহাজারী থানা (ওসি তদন্ত) মোস্তাক চৌধুরী জানান, নিহতের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। এজহার পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসএস//
আরও পড়ুন