ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

রাবিতে উত্তরণ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পিপাসুদের ছোট কাগজ বিষয়ক সংগঠন উত্তরণ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় র‌্যালির মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু। এছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবনের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। 

উত্তরণ’র সম্পাদক মহব্বত হোসেন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মলয় কুমার ভৌমিক, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মানিকুল ইসলাম, ইসলামিক স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতা প্রদর্শনী, স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়।

আর/এসি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি