ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন
প্রকাশিত : ২১:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
মরহুমার নামাজে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য এএইচএম ইব্রাহিম, মোরশেদ আলম, নিজাম উদ্দিন হাজারী, আবদুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল চৌধুরী নওফেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা অসীম কুমার উকিল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আলাউদ্দিন চৌধুরী নাসিম, আহসানুল হক ইসহাক, গোলাম ফারুক, সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি খাযরুর আনম চৌধুরী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ।
জানাজার শুরুতে ওবায়দুল কাদের তার মায়ের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার সব কাজের প্রেরণার উৎস ছিলেন আমার মা। মা আমাকে মন্ত্রী হিসেবে দেখেছেন ৯ বছর, সংসদ সদস্য হিসেবে দেখেছেন ১৪ বছর এবং শেষ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দেখে গেছেন। দায়িত্ব পালনে আমি মা ও বাবার কাছ থেকে শেখা নৈতিক আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হইনি এবং আগামীতেও হবো না।’ পরে জানাজায় উপস্থিত সবার কাছে তিনি নিজের মায়ের বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করেন।
নামাজে জানাজায় ইমামতি করেন ওই এলাকার বিশিষ্ট আলেম মাওলানা মো. আবুল হাশেম। আগামী বৃহস্পতিবার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম ফজিলাতুন্নেসা। তিনি চার ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
কেআই/টিকে
আরও পড়ুন