ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ওয়াজ মাহফিলে সংঘর্ষে মাদ্রসা ছাত্র নিহত [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

সিলেটের ওয়াজ মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা চার গ্রামের প্রায় অর্ধশত বাড়িতে আগুন দেয়।

সোমবার রাতে জেলার জৈন্তাপুরের কাঠালবাড়িতে এঘটনা ঘটে। ওয়াজ চলার সময় এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে ওই শিক্ষক ও তার সঙ্গে থাকা ছাত্রদের মারধোর করে এলাকাবাসী। এতে মাদ্রাসা ছাত্র মোজাম্মিল নিহত হন।

ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কাঠালবাড়িতে ওয়াজমাহফিলে অতিথি হয়ে যান হরিপুর মাদ্রাসার এক শিক্ষক। ওয়াজ চলার সময় এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে ওই শিক্ষক ও তার সঙ্গে থাকা ছাত্রদের মারধোর করে এলাকাবাসী। এতে মাদ্রাসা ছাত্র মোজাম্মিল নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে হরিপুর ও দরবস্ত মাদ্রাসার ছাত্ররা ঘটনাস্থলে যেয়ে ভাংচুর করে। এ সময় তারা কাঠাবাড়িসহ তিনটি গ্রামের অর্ধশত বাড়িতে আগুন দেয়।

পরে পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে দোষিদের চিহিৃত করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি