ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

সিলেটে আবারো কোয়ারিতে ধস, শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জে আবারো পাথর তোলার সময় পাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শারপিন টিলায় বশর মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম কাচা মিয়া। তিনি দক্ষিণ সুনামগঞ্জের নজির মিয়ার ছেলে।

খবরের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ কান্তি নাথ বলেন, বশর মিয়ার কোয়ারিতে পাথর তোলার সময় পাড় ধসের ঘটনা ঘটে। এতে কাচা মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রাত ৯টার দিকে তার লাশ থানায় নেওয়া হয়। ওই কোয়ারিতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

ওসি জানান, এর আগেও বশর মিয়ার কোয়ারিতে পাড় ধসের ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, সিলেটে ২০১৭ সাল থেকে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোয়ারির পাড় ধসের ঘটনায় নিহত হয়েছেন ৪৪ জন শ্রমিক। জেলা প্রশাসন, পুলিশ আর পরিবেশ অধিদফতরের তদারকি না থাকায় বারবার পাথর কোয়ারিতে মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি পরিবেশবাদীদের।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি