ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

‘সাংবাদিকদের জেলে যাবার ভয় নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ৪ মার্চ ২০১৮

বাংলাদেশ প্রেস কাউন্সিলের (পিআইবি) সভাপতি বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন ``সাংবাদিকদের জেলে যাবার ভয় নেই। দেশের সকল সাংবাদিকদের রক্ষা কবচ হিসেবে কাজ করছে পিআইবি।

শনিবার সন্দ্বীপ উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় পত্রিকায় কর্মরত সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের সৎ, নির্ভিক হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সন্দ্বীপের সংবাদকর্মীদের জন্য যত দ্রুত সম্ভব বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ  উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহাজাহান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান  বলেন, ``সাংবাদিকদের স্বার্থ রক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিনের আগমনে আমরা ধন্য হয়েছি। এ তিনি সন্দ্বীপের সংবাদকর্মীদের জন্য তার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাবেন। সন্দ্বীপের কর্মরত সংবাদকর্মীরা প্রশিক্ষণ পেলে আগামীতে আরও ভালো সংবাদ পরিবেশন করতে পারবে``।

সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু’র সঞ্চালনায় এ সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ। সন্দ্বীপ প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক বেলায়েত হোসেন তালুকদার, শাহাদাত হোসেন আশরাফ, চারু মিল্লাত, জাকের হোসেন, মহিউদ্দিন শাহজাহান, এম এ হাশেম, মোজাম্মেল, বাদল রায় স্বাধীন, নীলাঞ্জন বিদ্যুৎ এবং সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল এসোসিয়েশনের প্রতিনিধি সঞ্জয় মজুমদার, হায়দার গাজী, সাজ্জাদ হোসেন সাজু, মোহাম্মদ জিহাদ হোসেনসহ প্রমুখ।

কেআই/টিকে 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি