ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

টেকনাফ সংরক্ষিত বনের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৮ মার্চ ২০১৮

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন  পাহাড়ে দুর্বৃত্তরা শতাধিক একর সংরক্ষিত বনে আগুন দিয়েছে। প্রায় ৫০টি স্থানে পরিকল্পিতভাবে দেওয়া আগুন অনেক গাছ পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে দেওয়া আগুন সন্ধ্যা সোয়া ৭টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আমরা (বনকর্মীরা) বনে কাজ করছিলেন। এ সময় টেকনাফ পৌরসভার পশ্চিমে নূর আহমেদ গুনা থেকে নাইট্যংপাড়া ও মাঠপাড়া এলাকার পাহাড়ি বনে আগুন লাগার খবর আসে আমাদের কাছে।

সাথে সাথে আমরা উপজেলা প্রশাসন ও দমকল বাহিনীকে খবর দিয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে দেখা যায় প্রায় ১২০ একর বনের ৪৫ থেকে ৫০টি স্থানে আগুন দেওয়ার হয়েছে। আগুন লাগানোর ঘটনাটি দেখে মনে হয়েছে এটা পরিকল্পিত ষড়যন্ত্র।

তিনি বলেন, উত্তপ্ত রোদ ও বাতাস থাকায় আগুন দ্রুত এক জায়গা থেকে অপর জায়গায় ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার গাছপালা, সবজিক্ষেত পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় আড়াই মাইল এলাকাজুড়ে ৯০ হাজার চারাগাছের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনী, বনকর্মী ও সামাজিক বনায়নের উপকারভোগী এবং স্থানীয়রা প্রচেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি