কাবিখা’র চাল অবৈধভাবে সরিয়ে নেয়ায় আটক ৩
প্রকাশিত : ১৭:৫৫, ১০ মার্চ ২০১৮
অবৈধভাবে সরিয়ে নেয়া ‘কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৯০ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে র্যাব। এসময় তিন জনকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নবাব অটোরাইস মিলের এঘটনায় শুক্রবার মামলা হয়েছে।
শনিবার র্যারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতির মাধ্যমে এতথ্য জানান।
বিবৃতিতে উল্লেখ্য করা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ‘কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৯০ মেট্রিক টন সরকারি চাল জব্দ করে র্যাব।
নীতিমালা ভঙ্গ করে এই চাল অবৈধভাবে সরিয়ে বিক্রির জন্য মজুদ রাখার অভিযোগে শিবগঞ্জ উপজেলার খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানী, নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের দুই সদস্য বীথি রানী কর্মকার ও আমিনুল ইসলামকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আটক তিনজনসহ নবাব অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেনকে আসামি করে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
সরকারি চাল মজুদ রাখায় মিলের গুদামঘরটিকেও সিলগালা করে দেওয়া হয়েছে।
এ ছাড়া জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামকে।
আরও পড়ুন