ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরের বেহাল দশা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১১ মার্চ ২০১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে সম্মুখ যুদ্ধে শহীদ হন।

নূর মোহাম্মদের স্মৃতিরক্ষায় ২০০৮ সালে নড়াইলের নূর মোহাম্মদ নগরে নির্মিত হয় নূর মোহাম্মদ গ্রন্থাগার ও জাদুঘরসহ স্মৃতিস্তম্ভ। তবে এখানে নির্মিত এ গ্রন্থাগার ও জাদুঘরটি অযত্নে অবহেলায় বেহাল দশার সৃষ্টি হয়েছে।  

জাতির এই সূর্যসন্তানের স্মৃতি বিজড়িত তেমন কিছুই নেই এখানে। কিন্তু যাই আছে তা ভালোভাবে যত্ন নেওয়া হচ্ছে না।

এছাড়া দীর্ঘ ৪৫ বছর পর নূর মোহাম্মদ শেখের ব্যবহৃত বাইসাইকেলটি জাদুঘরে হস্তান্তর হলেও দর্শনার্থীরা দেখার সুযোগ থেকে বঞ্চিত।

এদিকে প্রায় এক যুগ ধরে বিনা বেতনে মানবেতর দিন কাটছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। কলেজ জাতীয়করণ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বিদ্যালয়টি এমপিওভূক্তির দাবী শিক্ষকদের।  

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি