ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

আত্মরক্ষায় কারাতে শিখছে চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১৩ মার্চ ২০১৮

আত্মরক্ষার জন্য জুডো-কারাতে শিখছে চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা। তাদের মতে, যে হারে নারীর প্রতি সহিংসতা ও অমানবিক আচরণের ঘটনা বাড়ছে, তাতে মেয়েদের জুডো-কারাতে শেখার বিকল্প নেই।

আর প্রশিক্ষক ও অভিভাবকরা বলছেন, জুডো-কারাতে শিখলে বাড়ে আত্মবিশ্বাস।

জেলা ক্রীড়া সংস্থার একটি কক্ষে চলছে এই জুডো-কারাতের প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীদের অধিকাংশই মেয়ে।

শারীরিক সুস্থতা, প্রতিরক্ষা বাহিনীতে চাকরির অগ্রাধিকারের কথা ভেবে ছেলেরা জুডো কারাতের প্রশিক্ষণ নেয়।

কিন্তু জুডো-কারাতের প্রতি মেয়েদের আগ্রহ কেন? এমন প্রশ্নের উত্তরে মেয়েরা জানায়, আত্মরক্ষার জন্যই তারা শিখছে জুডো-কারাতে।

অভিভাবকরা মনে করেন, জুডো কারাতে শিখলে আত্মবিশ্বাস বাড়ে।

এদিকে, জুডো- কারাতে নারীর প্রতি সহিংসতা কমাতে সাহায্য করে বলে মনে করেন প্রশিক্ষক ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা।

নারীদের মানসিক শক্তি যোগাতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান সংশ্লিষ্টরা।

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=UzpYeb6MowU

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি