ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:২৭, ১৪ মার্চ ২০১৮

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভালুকা উপজেলার ফেরদ্দৌস আলম (৪০) ও জয়নাল আবেদিন (৪৫)। তারা প্রাইভেটকারযোগে ভালুকা থেকে সস্ত্রীক ময়মনসিংহ যাচ্ছিলেন।

ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশালের বৈলর নামক স্থানেঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন নামের একজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে রাত ৯টার দিকে ফেরদ্দৌস আলম নামে একজন মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারটি বাসের নিচে অর্ধেক অংশ ঢুকে পড়ে। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি।

একে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি