ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সুন্দরবনের উপকূলীয় এলাকায় বাঘ আতংকে নির্ঘুম রাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১৪ মার্চ ২০১৮

বাঘ আতংকে নির্ঘুম রাত কাটছে সুন্দরবনের উপকূলীয় এলাকার কয়েক গ্রামের মানুষের। বাঘের হামলা থেকে রেহাই পাচ্ছেনা গবাদি পশুও। বনবিভাগ বলছে, বনের পাশে খালের ওপারে গাছপালা থাকায়, সেটিকে বন ভেবে বাঘ চলে আসছে লোকালয়ে। আর স্থানীয়রা বলছেন, খাদ্যের অভাবেই আসছে বাঘ।

কিছুদিন আগে সুন্দরবনে উপকূলীয় গুলশাখালী গ্রামে বাঘের হামলায় কয়েকজন আহত হবার পর বাঘটিকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। এর আগে চিলা ইউনিয়নে বৌদ্ধমারী ও জয়মনি গ্রামে দুটি গরুও বাঘের পেটে যায়।

লোকালয়ে বাঘের অবাধ বিচরণে আতংকিত হয়ে পড়ছেন বাসিন্দারা। তারা বলছেন, চোরা শিকারীদের কারণে সুন্দরবনে বাঘের খাবারে টান পড়েছে। আর এ কারণেই লোকালয়ে আসছে বাঘ।

বনের পাশে কাঁটাতারের বেস্টনী দিয়ে বাঘের হামলা ঠেকানোর পরামর্শ স্থানীয় জনপ্রতিনিধিদের।

বনের পাশে খালের এপারে গাছপালা থাকায় সেটিকে বন ভেবে বাঘ লোকালয়ে চলে আসছে বলে মনে করে বনবিভাগ।

লোকালয়ে বাঘের আনাগোনায় বনবিভাগের অবহেলা রয়েছে কিনা, তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি