ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোরআনের উদ্ধৃতি দিয়ে ছাত্রদের বোঝালেন জাফর ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ১৪ মার্চ ২০১৮

দীর্ঘ ১১ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার সিলেটে ফিরেছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তাকে বরণ করে নিতে বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীরা ‘সাধাসিধে কথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ছাত্র-শিক্ষকসহ মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. জাফর ইকবাল। তিনি বলেন, “আমাকে নাস্তিক বলা হয়। অথচ পবিত্র কুরআনের প্রথম লাইন থেকে শেষ লাইন আমি ভালোবেসে গভীরভাবে পড়েছি। আমার মনে হয় অন্য কেউ সেভাবে পড়েছেন কিনা। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। নিশ্চয় তিনি আমাকে দিয়ে ভালো কিছু করাতে চান। তিনি আমার প্রতি মায়া করেছেন।”

জাফর ইকবাল বলেন, “হামলাকারীদের আমি ক্ষমা করে দিয়েছি। তাদের প্রতি আমার কোন ক্ষোভ নেই। যারা আমার জন্য রাস্তায় আন্দোলন করেছেন, আমার জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমার শুভকামনা রইলো।”

পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়ে হামলাকারী ফয়জুল হাসানসহ বিপথে যাওয়া তরুণদে উদ্দেশ্যে তিনি বলেন, “তুমি যদি একটা মানুষকে হত্যা করো তবে সমগ্র মানবজাতিকে হত্যা করলে। কুরআন শরিফে এই মহান বাণী রয়েছে। তোমরা যদি একটা মানবজাতিকে বাঁচাও তবে সমগ্র মানবজাতিকে বাঁচালে। যারা ছুরিকাঘাতের পর আমাকে এখান থেকে তুলে হাসপাতালে পাঠিয়েছ তারা শুধুই আমাকে বাঁচাওনি সমগ্র মানবজাতিকে বাঁচিয়েছ।”

তিনি আরো বলেন, “যে যুবক আমার ওপর হামলা করেছে তার জন্য আমার কষ্ট হয়, মায়া হয়। কারণ সে বিভ্রান্তির পথে রয়েছে।” হামলাকারীর উদ্দেশ্যে তিনি বলেন, “আমাকে মেরে বেহেশতে যেতে চেয়েছিলে। তোমাকে যে মারতে পাঠিয়েছে, তার ছেলে-মেয়েরা হয়তো লেখাপড়া করছে। আর তোমার অবস্থা কী? দেখ তোমার বাবা-মা ও স্বজনরা রিমান্ডে। হামলাকারীর দলের কেউ হয়তো এখানে দাঁড়িয়ে আমরা কথা শুনছে। আমি তাদের বলি, তোমাদের কোনো কিছু জানার বা বোঝার থাকলে আমার সাথে দেখা করো। কথা বল ”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদ উদ্দিন আহমদ, জাফর ইকবালের স্ত্রী ড. ইয়াসমীন হক, সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রেজা সেলিমসহ ।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুর রহমান নামে এক যুবক। জাফর ইকবালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি