ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নারীদের পিছিয়ে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ১৪ মার্চ ২০১৮

নারীদের পিছিয়ে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করেছেন জাতীয়  সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বাল্যবিবাহ রোধের মাধ্যমে মাতৃমৃত্যু প্রতিরোধ ও নারীর সার্বিক উন্নয়ন নিশ্চিতে ‘জনসচেতনতামূলক সভা ও সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীদেরকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ বিশ্বে আজ রোল মডেল। সুযোগ তৈরি করে দিলে নারীরা এগিয়ে আসবে, অর্জিত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহকে কাজে লাগিয়ে নারীরা নিজেদের দক্ষ ও সক্ষম করে তুলতে পারবে।

স্পিকার আরও বলেন, তারুণ্যের শক্তির পাশাপাশি নারী জনশক্তিকে সম্পৃক্ত করতে পারলে জীবনমান উন্নয়ন ও সামাজিক সূচক উন্নয়নে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। নারী জনশক্তিকে উন্নয়ন প্রভাবক হিসেবে কাজে লাগানোর জন্য প্রয়োজন বাল্যবিয়ে প্রতিরোধ। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমিয়ে আনা সম্ভব। এ সময় তিনি বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা, শিক্ষক সমাজ, নারী নেত্রীবৃন্দ, অভিভাবক এবং সকলস্তরের শিক্ষার্থীদের প্রতি জনসচেতনতামূলক কর্মকান্ড বৃদ্ধি করার জন্য তিনি উদাত্ত আহবান জানান।

অনুষ্ঠানে গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং হুইপ মাহবুব  আরা গিনি, উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা জেলার পুলিশ সুপার এবং গাইবান্ধা জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি