ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

বরিশাল বিভাগের ১৭ রুটে লাগাতার ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ১৫ মার্চ ২০১৮

বরিশাল, বরগুনা ও পটুয়াখালী জেলার ১৭ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মত চলছে। আজ সকাল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ও জেলার অভ্যন্তরীণ রুটের সব গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে।
এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের দাবি, বরগুনা থেকে বরিশাল সড়কের চান্দখালী এবং সুবিদখালী পয়েন্টে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নামে যাত্রীবাহী বাস থেকে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই এলাকার একটি সন্ত্রাসী মহল বাস চলাচলে বাধা সৃষ্টি এবং যাত্রীদের হয়রানি করছে।
অপরদিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কেও একই অবস্থা বিরাজ করছে। তাই এসব সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে বলে জানান বাস মালিক নেতারা।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি