ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সোনাদিয়ায় ভেসে এলো অর্ধগলিত ৪ মরদেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:৪৬, ১৫ মার্চ ২০১৮

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার চরে ভেসে এসেছে চারটি অর্ধগলিত মরদেহ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সোনাদিয়ার পশ্চিম পাড়ার কাচিম হ্যাচারি সংলগ্ন সাগরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তাৎক্ষণিকভাবে মরদেহগুলোর পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সমুদ্রে পূর্ণ জোয়ার হয়। এ সময় জোয়ারের তোড়ে গভীর সমুদ্র থেকে মরদেহগুলো ভেসে আসে। পরে ভাটার সময় তা চরে আটকে যায়। মরদেহগুলো অর্ধগলিত ও অনেকটা বিকৃত হয়ে গেছে বলে জানান তিনি।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন বলেন, সোনাদিয়ায় চারটি ভাসমান মরদেহ ভেসে আসার খবর শুনেছি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মরদেহ ভেসে আসার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূল ভূখণ্ড থেকে একটু দূরে হওয়ায় সেখানে যেতে সময় লাগছে। ঘটনাস্থলে গিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি