ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সারা শরীর ব্লেড দিয়ে কর্তন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ১৫ মার্চ ২০১৮

 

জমি নিয়ে বিরোধ আর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে হাত-পা বেধে ব্লেড দিয়ে খুচিয়ে নির্যাতন করা হয়েছে।

বুধবার নির্মম এই ঘটনাটি ঘটেছে ভোলার দৌলতখান উপজেলায়। এঘটনায় নির্যাতিতার মামাতো ভাই তুহিনকে আটক করেছে পুলিশ।

এছাড়া পলাতক রয়েছে তার সহযোগি জিন্না ও পাভেল।

অভিযোগে বলা হয়, চোখ-মুখ বেঁধে সারা শরীরে ব্লেড আর চাকু দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হয় ভোলার দৌলতখান উপজেলার এই কলেজছাত্রীকে।

আহত কলেজ ছাত্রী ও তার পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে বিরোধ ছিলো মামাতো ভাই তুহিন ও তার বন্ধু জিন্নার পরিবারের সঙ্গে। একইসাথে দীর্ঘদিন ধরে মেয়েটিকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল জিন্না।

এসব নিয়ে এতদিন উত্যোক্ত করলেও এবার নিজ বাড়িতে মেয়েটিকে অমানবিক নির্যাতন করে বখাটেরা।

শুধু তাই নয় মারাত্বক নির্যাতনের পর মেয়েটিকে খাওয়ানো হয় নেশা জাতীয় ওষুধ।

বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত তুহিনকে আটক করা হলেও পলাতক আছে অন্য অপরাধীরা। 

দৌলতখান থানার ওসি এনায়েত উদ্দিন জানান, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ভিডিও:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি