ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৩১, ১৬ মার্চ ২০১৮

বগুড়ায় বগুড়া-রংপুর মহাসড়কের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ভবের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ছিলিমপুর টাউন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল সাংবাদিকদের জানান, বগুড়া-রংপুর মহাসড়ক স্থান হয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই যুবক। এ সময় কোনো অজ্ঞাত যান তাকে চাপা দেয়। পরে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ শজিমেক মর্গে রাখা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি