ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ১৬ মার্চ ২০১৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শুক্রবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী বাসটি পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় কক্সাবাজারগামী বাসটির অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একে/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি