ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৭ মার্চ ২০১৮

ফেনীর ফুলগাজীতে পুলিশের ওপর হামলাকারী এমরান হোসেন সাইফুল (২৮) নামে এক যুবক কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই যুবক।

শনিবার ভোরে জিএমহাট ব্রিকস্ ফিল্ডের পাশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ২টি কার্তুজ, ৬টি ছোরা ও ৪টি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দুকযুদ্ধে সাইফুলের সহযোগী কাজী এমদাদুল হক সোহেল (১৯) ও মো. ইউনুস (২০) নামে দুইজন গুলিবিদ্ধ হন। এছাড়া সন্ত্রাসীদের হামলায় ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত সাইফুল ছাগলনাইয়ার কাছারী বাজার এলাকার পাঠাননগর গ্রামের মো. কাজী হানিফের ছেলে বলে জানা গেছে। তার লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, সাইফুল ও তার লোকজন দীর্ঘদিন ধরে ওই ব্রিকস্ ফিল্ডে চাঁদা দাবি করে আসছিল। এ ব্যাপারে ফুলগাজী থানায় অভিযোগ দেওয়া হলে শুক্রবার বিকেলে পুলিশ সেখানে যায়। এ সময় সাইফুলের নেতৃত্বে কয়েকজন পুলিশের উপর হামলা চালায়।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি