ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

দুই সন্তানকে ‘বিষ খাইয়ে’ মায়ের ‘আত্মহত্যা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ১৭ মার্চ ২০১৮

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে এক নারী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিঙ্গাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত রিনা আক্তার (২৮) ওই গ্রামের আবদুল আজিজের স্ত্রী। তাদের মেয়ে আফরিন আক্তার (৬) ও ছেলে আবদুল মমিনকে (৪) রাজধানীর শহীদ সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের বরাতে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান , উপজেলার রামাকান্তপুর গ্রামে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শ্বশুর-শাশুড়িও ওই গৃহবধূকে মানসিক নির্যাতন করতেন।

এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে রিনাও বিষপান করেন। এরপর তাদের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন এবং দুই বাচ্চাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন। 

ওসি জানান,ময়নাতদন্তের জন্য রিনা আক্তারের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি