ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সিলেটে বস্তিতে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬, ১৮ মার্চ ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে ক্লাববাজার এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে নিহত হয়েছেন।

গোলাপগঞ্জ থানার ইন্সপেক্টর মীর মো. আ. নাসের বলেন, শনিবার দিবাগত রাত দুইটার দিকে একটি গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন নেভানোর পর সেখান থেকে শিশুসহ পাঁচজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

থানার ডিউটি অফিসার ফজজুল করিম জানান, থানায় আনা লাশগুলোর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তবে এদের মধ্যে ১৬ বছরের এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধার করা লাশগুলো হলো- মুস্কন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০) ও তাদের দুই বছরের ছেলে তাহমিন এবং ১৬ বছরের কিশোর সেবুলের।

এছাড়া, গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি