ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

‘অগ্নিঝরা-৭১’ ভাস্কর্য বরগুনায় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৪৩, ১৮ মার্চ ২০১৮

বরগুনা শহরের প্রাণকেন্দ্রে টাউন হল মোড়ে নির্মাণ করা হয়েছে ‘অগ্নিঝরা-৭১’ নামে একটি ভাস্কর্য। শহরের শোভাবর্ধনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হিসেবে এই ভাস্কর্যটি বিশেষ গুরুত্ব বহন করছে।

বলেশ্বর, বিষখালী ও পায়রা নদীবেষ্টিত জেলা বরগুনা। মুক্তিযুদ্ধের সময় এখানে রয়েছে লড়াই সংগ্রামের সমৃদ্ধ ইতিহাস।

২০১৫ সালের ২৭ নভেম্বর মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হিসেবে ভাস্কর্য অগ্নিঝরা-৭১ উদ্বোধন করা হয়। বরগুনা পৌরসভার অর্থায়নে ভাস্কর মৃণাল হক এটি নির্মাণ করেন।

কৃষক-শ্রমিক, ছাত্র- জনতা, নারী-পুরুষ যে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল, সেই বার্তাই তুলে ধরা হয়েছে ভাস্কর্যে।

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে আরো ভাস্কর্য স্থাপন করা দরকার বলে মনে করেন প্রগতিশীল মানুষেরা।

শিল্পকলার মাধ্যমে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে- এমন প্রত্যাশা বরগুনাবাসীর।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি