রাজশাহীতে সড়কের বেহাল দশা (ভিডিও)
প্রকাশিত : ১১:১৯, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৪৩, ১৮ মার্চ ২০১৮
দীর্ঘদিন সংস্কার না করায় রাজশাহী শহরের সড়কগুলোর বেহাল দশা। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও আবার উঠে গেছে পিচ। ভোগান্তি বেড়েছে যানবাহন চালকসহ পথচারীদের।
নগরীর ভদ্রা এলাকার রাস্তা প্রায় দুই বছর ধরে এ অবস্থায় রয়েছে। প্রতিদিন শতশত ভারি যানবাহন চলাচল করে রাস্তাটি দিয়ে। খানাখন্দে যান চলাচলের অনুপোযোগি, রাস্তায় গাড়ি নষ্ট হওয়াসহ মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা।
জরাজীর্ণ অবস্থা নগরীর প্রাণকেন্দ্র সাগরপাড়া মোড় থেকে রাণীবাজার মোড় পর্যন্ত। প্রায় আড়াই বছর আগে রাস্তাটির সংস্কার কাজ শুরু হলেও এখন শেষ হয়নি। এছাড়াও অনেক রাস্তার পিচ উঠে এখন খানাখন্দে ভরা। রাস্তাগুলো সংস্কারেরও কোন উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
অর্থ বরাদ্দ না পাওয়ায় রাস্তা সংস্কারে দেরি হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
দ্রুত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগী নগরবাসীর।
আরও পড়ুন