ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বঙ্গোপসাগরে বিকল জাহাজ এমভি মনিরুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ২১:২২, ১৯ মার্চ ২০১৮

প্রায় ২৫০ যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে ভাসছে জাহাজ এমভি মনিরুল হক।

সোমবার সকাল ০৯টায় চট্টগ্রামের সদরঘাট থেকে হাতিয়া যাওয়ার পথে সাগরের মাঝে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

স্থায়নীরা জানায়, সকাল ৯ টায় সদরঘাট থেকে রওয়া দিয়ে সন্ধ্যা ৭টার সময় হাতিয়া পৌঁছানোর কথা ছিল জাহাজটির। কিন্তু মাঝপথে বিকল হওয়ায় সাগরে ভাসতে থাকে জাহাজটি।

জানা গেছে, ভেতর থেকে জাহাজটির ইঞ্জিন মেরামতের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা ঠিক করতে পারে নি। এখন জোয়ার ছাড়া বিকল জাহাজটি তীরে ভেড়ানো সম্ভব নয়।

এরআগেও এই জাহাজটি সাগরে বিকল হওয়ার ঘটনা ঘটেছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি