বিকট হর্নে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন গাজীপুরবাসী [ভিডিও]
প্রকাশিত : ১৪:৩২, ২০ মার্চ ২০১৮
গাজীপুরের সড়ক-মহাসড়কে যানবাহনে বিকট হর্নের কারণে দুর্ভোগের শিকার হচ্ছে চলাচলকারীরা। শব্দ দূষণের কারণে কানে কম শোনাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এ অঞ্চলের বাসিন্দারা।
পরিবেশ অধিদফতর মোবাইল কোর্ট পরিচালনা করলেও নিয়ন্ত্রণ হচ্ছে না এই দূষণ। এদিকে উচ্চস্বরে হর্ন বাজানো ও শব্দ দূষণরোধে আইন শক্তভাবে প্রয়োগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
একদিকে যেমন জনবসতিপূর্ণ এলাকা গাজীপুর, তেমনি ময়মনসিংহ-টাঙ্গাইল হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে যাবার গুরুত্বপূর্ণ রুট এটি। ব্যবসায়িক কাজেও এ অঞ্চলের সড়ক-মহাসড়ক দিয়ে দিন-রাত চলছে বাস-ট্রাকসহ ছোট বড় হাজারো যান।
তাই ঘনবসতির এলাকাটিতে শব্দের মাত্রা অনেক বেশি। বাসা বাড়িতে অবস্থান ছাড়াও নানা প্রয়োজনে সড়ক-মহাসড়ক দিয়ে চলাচলের সময় চরম দুর্ভোগের শিকার হয় এ অঞ্চলের বাসিন্দারা। প্রতিনিয়ত হাইড্রোলিক হর্ণের উচ্চ শব্দের কারণে স্কুল কলেজের শিক্ষার্থী আর এ অঞ্চলের বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন কানে কম শোনাসহ বিভিন্ন রোগে।
এদিকে চালকরা বলছেন, মহাসড়কে দ্রত গতিতে যান চলায় দুর্ঘটনা এড়াতে উচ্চ শব্দের হর্ণ ব্যবহার করছেন তারা।
চিকিৎসকদের মতে উচ্চশব্দ বধিরতার পাশাপাশি দীর্ঘমেয়াদী অসুস্থতায় ফেলতে পারে ভুক্তভোগীদের।
শব্দদূষণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে পরিবেশ অধিদফতর। অন্য দিকে উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
যানবাহনে উচ্চমাত্রার হর্ন বাজানোর বিরুদ্ধে আইনের কার্যকর প্রয়োগ দেখতে চায় গাজীপুরবাসী।
এসএইচ/
আরও পড়ুন