ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাজধানীতে গারো সম্প্রদায়ের মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ১১:০৩, ২১ মার্চ ২০১৮

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসায় ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের মা ও মেয়েকে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে সাততলা বাড়ির চার তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন বেসেত চিরান ও তার মেয়ে সুজাত চিরান। পারিবারিক দ্বন্ধে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুল গলির এই বাসায় গারো সম্প্রদায়ের মা বেসেত চিরান ও মেয়ে সুজাত চিরানকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। মাকে শ্বাসরোধে আর মেয়েকে গলা কেটে হত্যা করা হয়।

স্থানীয় ওয়ার্ড কমিশনার ও বাসার নিরাপত্তাকর্মী জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই বাসায় তাদের কয়েকজন আত্মীয় আসে। তারা চলে গেলে নিহত মেয়ের স্বামী বাসায় এসে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ঘটনার আলামত সংগ্রহ করেছেন সিআইডি ক্রাইম সিন ইউনিটসহ আইন শৃংখলার বাহিনীর সদস্যরা।

পরে মা ও মেয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি