ময়মনসিংহের উন্নয়নে নানা প্রকল্প (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৫, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩৮, ২১ মার্চ ২০১৮
ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার প্রায় আড়াই বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। প্রত্যাশা আর প্রাপ্তির মিল খুঁজে না পেয়ে হতাশ সাধারণ মানুষ। কাঙ্খিত উন্নয়ন না হওয়ার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ি করছেন এলাকার বিশিষ্টজনরা।
তবে বিভাগীয় কর্মকর্তারা জানান, এরই মধ্যে ২২টি বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম শুরুসহ নানা উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।
২০১৫ সালের ১৩ অক্টোবর যাত্রা শুরু হয় অষ্টম প্রশাসনিক বিভাগ ময়মনসিংহের। কিছু সরকারি স্থাপনা ও ব্যক্তি মালিকানার বাসা ভাড়া নিয়ে চলছে ২২টি বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম। সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘ প্রায় আড়াই বছরেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি ময়মনসিংহ বিভাগীয় শহরসহ আশপাশের জেলাগুলোতে।
শহরে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি; বেড়েছে যানজট। আশপাশের জেলার সাথে যোগাযোগের উন্নয়নে পুরনো ব্রহ্মপুত্রের উপর একাধিক ব্রিজ স্থাপনসহ ফোরলেন সড়ক নির্মাণের কথা থাকলেও তা না হওয়ায় বেড়েছে হতাশা। আর এজন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দুষছেন বিশিষ্টজনরা।
নতুন বিভাগের উন্নয়নে কিছুটা সময় লাগবে দাবি করে বিভাগীয় কমিশনার বলছেন, নানামুখী উদ্যোগ নেয়ার কথা।
বিভাগীয় প্রশাসনিক কার্যালয় ও শহর গড়ে তুলতে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ের চরাঞ্চলে ৮টি মৌজায় জমি অধিগ্রহণের সিদ্ধান্তের কথাও জানান তিনি।
আরও পড়ুন