ময়মনসিংহ শহরের জন্য চলছে ভূমি অধিগ্রহণ (ভিডিও)
প্রকাশিত : ১০:২৪, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৫৮, ২২ মার্চ ২০১৮
নানা বাধা আর সংকট পেরিয়ে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার প্রায় আড়াই বছর পর ব্রহ্মপুত্রের চরাঞ্চলে নতুন বিভাগীয় শহরের জন্য চলছে ভূমি অধিগ্রহণের কাজ। তবে ন্যায্য মূল্যসহ নতুন শহরে বাসস্থানের দাবি জানিয়েছেন জমি মালিকরা। বিভাগীয় কমিশনার আশ্বস্ত করেছেন, ক্ষতিপূরণসহ মালিকদের আবাসনের জন্য প্লট বরাদ্দ দেওয়া হবে।
ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের কৃষক সৈয়দ আলী। পৈতৃক সূত্রে পাওয়া ৭০ শতাংশ জমির ওপর প্রায় ৫০ বছর ধরে বাস করছেন। নতুন বিভাগীয় শহরের জন্য তার জমিটুকু অধিগ্রহণের আওতায় পড়ার নোটিশ পেয়েছেন। স্ত্রী ও সন্তান নিয়ে নতুন এই শহরে থাকতে পারবেন কি-না এ নিয়ে চিন্তিত সৈয়দ আলী।
বিভাগীয় প্রশাসনিক কার্যালয় ও শহর গড়ে তুলতে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ের ৮টি মৌজায় চরাঞ্চলে ৪ হাজার ৩শ’ ১৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার। এর প্রতিবাদে বসতভিটা রক্ষার দাবিতে প্রায় দেড় বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে চরাঞ্চলবাসী। নানা সংকট কাটিয়ে অবশেষে চলতি বছর ফেব্র“য়ারির শেষ দিকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। তবে কৃষক সৈয়দ আলীর মতো সবারই দাবি ন্যায্য মূল্যসহ বাসস্থানের।
ভূমি অধিগ্রহণ কাজের অংশ হিসেবে নোটিশ প্রদানের শুরুর দিকে আন্দোলনকারীদের বাধা পেলেও এখন স্বাভাবিকভাবেই কাজ করতে পারছেন বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, বিভাগীয় কমিশনার বলছেন, তিনগুণ ক্ষতিপূরণসহ নতুন শহরে বাসস্থানের জন্য প্লটও পাবেন ভূমি মালিকরা।
বাপ-দাদার ভিটেমাটিতে গড়ে ওঠা নতুন শহর আগামি প্রজন্মের জন্য শান্তির নীড় হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
আরও পড়ুন