ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সারা দেশে উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ২২ মার্চ ২০১৮

আনন্দ র‌্যালি ও বিভিন্ন আনুষ্ঠানিকতায় সারাদেশেই উদযাপিত হচ্ছে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের স্বীকৃতি। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ উপলক্ষে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে সিডিএ। সমাবেশে বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানান। র‌্যালি ও সমাবেশ হয়েছে বান্দরবান, রাঙামাটি, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়।

রাজশাহীতে আলুপট্টি মোড় থেকে র‌্যালি বের হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। পরে হয় সমাবেশ। র‌্যালি করা হয় পাবনাতেও। র‌্যালি ছাড়াও সিরাজগঞ্জ জেলায় আনন্দ-উৎসব করা হয়।

উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় খুলনায় আনন্দ র‌্যালি করেছে জেলা প্রশাসন। র‌্যালি ও সমাবেশ হয় যশোর, বেনাপোল ও ঝিনাইদহে।

সিলেটেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়। শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ থেকে বের হয় আনন্দ র‌্যালি। র‌্যালি বের হয় জামালপুর ও ভালুকাতেও।

রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা শেষে বের হয় আনন্দ র‌্যালি। র‌্যালি ও সমাবেশ হয়েছে দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী ও পঞ্চগড়ে।

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শ্লোগানে মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও রাজবাড়ীতে উদযাপন করা হয় উন্নয়নশীল দেশের স্বীকৃতি।

উন্নয়নশীল দেশের মর্যাদা উদযাপনে ভোলা ও বরগুনায় র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ভিডিও:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি