নারায়ণগঞ্জে বাউল শিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশিত : ০৮:৪০, ২৪ মার্চ ২০১৮
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নারন্দী এলাকায় পারিবারিক কলহের জের ধরে সুমি আক্তার (২২) নামে এক বাউল শিল্পীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর এ হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শরীফের বিরুদ্ধে। গতকাল শুক্রবার হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানা সূত্রে জানা গেছে, ছয় বছর আগে উপজেলার কাহিন্দী গ্রামের ইদ্রিছ আলীর মেয়ে সুমি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নারান্দী গ্রামের মৃত ওমর আলীর ছেলে শরীফের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে সুমি আক্তারকে নির্যাতন করে আসছিল তার স্বামী মাদকাসক্ত শরীফ। এমনকি সুমিকে গান গাইতেও নিষেধ করেছিল তার স্বামী। গতকাল শুক্রবার সকালে সুমি আক্তারকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে তার লাশ ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এক//এসএইচ/
আরও পড়ুন