ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে

৫ জনের খোঁজ মেলেনি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:০৯, ২৪ মার্চ ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে নিখোঁজ হওয়া পাঁচজনের সন্ধান এখনও মেলেনি। শনিবার সকাল থেকে নদীতে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে সন্ধান চালিয়েছে পুলিশ।

নিখোঁজ যাত্রীদের নাম,-লতিফ, শরীফ, তুষার, নাছিম ও বাবু।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিরা বিভিন্ন পেশায় নিয়োজিত। শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে ১৪ জন নৌকা ভাড়া করে ঘুরতে গেলে ওই নৌকাকে বালুবাহী আরেকটি নৌকা ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গেলে পাঁচজন নিখোঁজ হন।

আমিনুর রহমান জানান, ডুবে যাওয়া নৌকা থেকে নয়জন সাঁতরে তীরে উঠে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা গেলেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এখনও মেলেনি বলে জানান এসআই।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি