ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মাদারীপুরের রমজানপুর ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২৪ মার্চ ২০১৮

মাদারীপুরের কালকিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চল রমজানপুর ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় গড়ে উঠেছে হাসপাতাল, পোস্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস। পাকা হয়েছে রাস্তাঘাট। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপের প্রচেষ্টা এবং বর্তমান সরকারের নানামুখী কর্মকাণ্ডের সুফল পাচ্ছে এলাকাবাসী।
মাদারীপুরের রমজানপুর ইউনিয়ন একসময় পরিচিত ছিল অজো-পাড়া গাঁ হিসাবে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নসহ এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন অবকাঠামো। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপের ঐকান্ত্রিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। স্কুল, কলেজ, বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, পলিটেকনিক ইন্সটিটিউট, ডিজিটাল ল্যাব, সাব-রেজিষ্ট্রি অফিস ও হাসপাতাল গড়ে তোলা হয়েছে ওই এলাকায়।
এলাকার উন্নয়নে পৈত্রিক বাড়ি ছাড়া বাকি সব জমি দান করে দিয়েছে আব্দুস সোবহান গোলাপের পরিবার। তাদের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা।
রমজানপুরকে সরকারের উন্নয়ন কর্মকান্ডের রোল মডেল হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা।
এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন ডক্টর আবদুস সোবহান গোলাপ।
নিজ নিজ এলাকার উন্নয়নে সবাই এভাবে এগিয়ে আসবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি