শতবর্ষী কার্যক্রমের কারণে চিটাগাং চেম্বার অনন্য
প্রকাশিত : ২৩:৫৩, ২৪ মার্চ ২০১৮
বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেছেন, ভু-প্রাকৃতিক অবস্থান, চট্টগ্রাম বন্দর এবং শতবর্ষী কার্যক্রমের কারণে চিটাগাং চেম্বার কমার্স অনন্য। শীর্ষস্থানীয় এই চেম্বার দেশের অর্থনৈতিক গতি প্রবাহের অগ্রগতিতে বিরাট অবদান রেখে আসছে।
শনিবার দুপুরে বাণিজ্য সচিব শুভাশীষ বসু দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শন ও চেম্বারের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
পরিদর্শনকালে বাণিজ্য সচিব পারম্যানেন্ট এক্সিবিশন হলে মেড ইন বাংলাদেশ পণ্য প্রদর্শনের মাধ্যমে ‘ব্রান্ডিং বাংলাদেশ’, আধুনিক সুবিধাসম্বলিত বঙ্গবন্ধু কনফারেন্স হল ও প্রস্তাবিত ‘চিটাগাং চেম্বার ইকনোমিক জোন’ স্থাপনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী সফিউল।
কেআই/টিকে
আরও পড়ুন