ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

খাগড়াছড়িতে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১০:০৩, ২৫ মার্চ ২০১৮

খাগড়াছড়ি জেলা সদরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (১৭) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদরের মিলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। তিনি জেলা সদরের কদমতলী হরিনাথ পাড়ার মো. নূর হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিলনপুর এলাকায় ৫/৬ জন দুর্বৃত্ত ছাত্রলীগ কর্মী রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, এখনও কেউ অভিযোগ করেননি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি